Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
কুমিল্লার ঘটনার পেছনে অবশ্যই কারণ আছে, শিগগিরই জানাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার

০৭ জুলাই ২০২৫


২৩ আষাঢ় ১৪৩২,

১০ মুহররম ১৪৪৭

কুমিল্লার ঘটনার পেছনে অবশ্যই কারণ আছে, শিগগিরই জানাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১০, ১৭ অক্টোবর ২০২১  
কুমিল্লার ঘটনার পেছনে অবশ্যই কারণ আছে, শিগগিরই জানাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ দপ্তরে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা (১৭ অক্টোবর): কুমিল্লার  ঘটনার পেছনে অবশ্যই কারণ আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই ঘটনার নির্ভুল তদন্তের মাধ্যমে শিগগিরই জানাব। 

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। 

এসময় কুমিল্লার ঘটনায় কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ঘটনার তদন্ত চলছে। কিছুদিনের মধ্যে আমরা আরও ক্লিয়ার বলতে পারবো। এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা , গোয়েন্দা সংস্থাগুলো এটিকে খুব সিরিয়াসলি দেখছেন। নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনাটি আপনাদের শিগগিরই জানাবো বলে আমরা বিশ্বাস ও আশা করছি।

তিনি আরও বলেন, আমরা মনে করি আমাদের দেশের লোক ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই ঘটনানো হয়েছে। এটা যেই করেছেন বা কার ইন্ধনে করেছেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরবো। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়