সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন ও হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫১, ১১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৬, ১১ ডিসেম্বর ২০২০
‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন ও হ্যারিস

ছবি: টুইটার থেকে সংগৃহীত

ঢাকা (১১ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। এক টুইটার বার্তায় টাইম বাইডেন হ্যারিসের নির্বাচনের টিকেটকে বিশেষ ভাবে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে বলা হয় ‘পারসন অব দ্য ইয়ার’। ১৯২৭ সাল থেকে প্রতি বছর টাইম সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে আসছে। ভাল বা মন্দের বিচারে ১২ মাসে সবচেয়ে প্রভাব সৃষ্টি করেছে এমন ব্যক্তি সংগঠন, আইডিয়া বা বস্তুকে প্রতি বছর টাইম সবচেয়ে প্রভাবশালী হিসেবে নির্বাচন করে থাকে।

টাইমের এ ঘোষণার পর বাইডেন বা কমলা হ্যারিস এখনো আনুষ্ঠানিক ভাবে তাদের প্রতিক্রিয়া জানাননি।

ধরিত্রীকে রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। এ তালিকাতে এ যাবৎকালে গ্রেটাই ছিলেন সবচেয়ে কম বয়সী মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি।

২০১৬ সালে তৎকালীন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পকে টাইম পারসন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত করেছিল।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়