সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

আজ বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৪, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:০২, ১০ ডিসেম্বর ২০২০
আজ বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১০ডিসেম্বর): আজ স্থাপন করা হচ্ছে পদ্মা সেতুর শেষ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুর ৪১তম এ স্প্যনটি স্থাপিত হলে প্রমত্ত পদ্মার দুই তীর মিলিত হবে। এর মধ্য দিয়েই দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো পদ্মা সেতু। খবর বাসস।

পদ্মা সেতুর শেষ স্প্যান ‘২এফ’ ইয়ার্ড থেকে ভাসামান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ তুলে নিয়ে বুধবারই ১২ ও ১৩ নম্বর খুঁটির কাছে পৌছেছে। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম জানান, আজ সুবিধাজনক সময়ে মাওয়া প্রান্তে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুটিটে স্থাপন করা হবে। সর্বশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে স্প্যানটি বসাতে বিলম্ব হতে পারে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেছেন, ঘন কুয়াশার কারণে অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার সম্ভব না হলে কুয়াশা কেটে যাওয়ার পর দু-একদিনের মধ্যে স্প্যান বসবে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসেছিল। ঠিক পাঁচ বছর পর সবক'টি স্প্যান বসানোর মাধ্যমে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ার পথে। প্রথম স্প্যান বসানোর সময় বড় আয়োজন থাকলেও করোনার কারণে শেষ স্প্যান বসানোর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শুধু সেতুর কর্মীরা থাকবেন স্প্যান স্থাপনের কাজে। বাইরে থেকে কেউ স্প্যান স্থাপনে যোগ দিতে পারবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কেউ যাবেন না।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়