সোমবার

০৬ মে ২০২৪


২৩ বৈশাখ ১৪৩১,

২৭ শাওয়াল ১৪৪৫

একদিনে আরও ২৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০০, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:০২, ২০ সেপ্টেম্বর ২০২১
একদিনে আরও ২৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে

ডেঙ্গু মশা। ফাইল ছবি

ঢাকা (১৯ সেপ্টেম্বর): গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১৮৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন। 

এ নিয়ে দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জনে।  

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ  তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ১৫ হাজার ৭০১ জন। 
যার মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৩৪৬ জন রোগী ভর্তি হন।

ওই সূত্রে আরও জানা যায়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সুস্থতা লাভ করে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৩৫ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়