মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

আরও ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১  
আরও ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ সেপ্টেম্বর): সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ২৮৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৩২ জন ঢাকায় এবং বাকি ৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৬৭ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৫০৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৩ হাজার ১৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়