বুধবার

২৪ ডিসেম্বর ২০২৫


১০ পৌষ ১৪৩২,

০৪ রজব ১৪৪৭

১০ দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২১
১০ দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

ছবি: সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ১৪): ঢাকা থেকে প্রকাশিত নয়টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা কারণে এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে বলে মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা, রিপোর্টার ও ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ফাইন্যান্সিয়াল ডেইলি।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়