ঢাকার পথে সিনোফার্মের ৫৪ লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক থেকে পাওয়া ছবি
ঢাকা (১০ সেপ্টেম্বর): চীন থেকে ঢাকায় আসছে সিনোফার্ম থেকে কেনা ৫৪ লাখ টিকা। শনিবার ভোরে এ টিকা বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে উপ-রাষ্ট্রদূত লিখেছেন, সিনোফার্মের কাছ থেকে কেনা ৫৪ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ কাল (শনিবার) ভোরে ঢাকায় পৌঁছাবে।
কৌশলগত অংশীদার হিসেবে চীন বন্ধু দেশ বাংলাদেশের জন্য যখন যা প্রয়োজন হবে তা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে সরবরাহ করবে বলে স্ট্যাটাসে হুয়ালং ইয়ান উল্লেখ করেছেন।