বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযান, আটক ১
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৯ সেপ্টেম্বর): রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
আ ন ম ইমরান খান জানান, আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন ওই জঙ্গি কোনো উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত।
তবে, র্যাবের পক্ষ থেকে আটক জঙ্গির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, আজ ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-২। জঙ্গি আস্তানার বিষয়ে র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে বলে জানা গেছে।