করোনায় ৫২ জনের মৃত্যু, শনাক্ত ৯ দশমিক ০৭
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৮ সেপ্টেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন সারাদেশে মৃত্যুর এ সংখ্যা ছিল ৫৬। আর বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জন। এতে আক্রান্ত হয়েছেন ২,৪৯৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ০৭।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার ৫২ জনের মৃত্যুই ছিল এ মাসে সর্ব নিম্ন মৃত্যু। এর আগে ১৫ জুন ৫০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১০ ও ৫ আগস্ট সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২৬৪।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৯৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২ হাজার ৬৩৯ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।
এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৮৪০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৫২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ৩২ জন নারী। এদের মধ্যে ৪৯ জন হাসপাতালে এবং ৩ জন মারা গেছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে একজন, খুলনায় ৯ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন মৃত্যুবরণ করেছেন।
বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৫২৮ নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২ হাজার ৪৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ০৭। গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৯।