ভোগান্তি ছাড়াই মিলছে গণটিকার দ্বিতীয় ডোজ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড রায়ের বাজার কমিউনিটি সেন্টারে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের দৃশ্য
ঢাকা (০৭ সেপ্টেম্বর): করোনার গণটিকার দ্বিতীয় ডোজ ভোগান্তি ছাড়াই সহজেই নিতে পারছেন সাধারণ মানুষজন। এমন কি ম্যাসেজ না এলেও প্রথম ডোজ নেওয়ার কাগজপত্র দেখিয়ে স্বল্প সময়েই মিলছে দ্বিতীয় ডোজের টিকা।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ দেশের বিভিন্ন অঞ্চলে টিকা প্রদান কেন্দ্রের তথ্যে এ চিত্র ফুটে উঠেছে।
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড রায়ের বাজার কমিউনিটি সেন্টারে সকালে দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিদের কিছুটা ভিড় দেখা গেছে। যাদের সবাই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তারাই আজকে এসেছেন দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য।
সরেজমিনে দেখা যায়, শুরুর দিকে টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন হলেও সেচ্ছাসেবীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে মানুষকে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে দিনে ৭০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে বেলা ১১টার মধ্যেই তারা ৩৫০ জনকে টিকা দিতে সক্ষম হয়েছেন।
টিকা নিতে আসা সজল আহমেদ বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, প্রথম ডোজ নেওয়ার জন্য তাকে তিন দিন ধরে সিরিয়াল দিতে হয়েছে। কাক ডাকা ভোরে এসে লাইনে দাঁড়িয়ে টোকেন নিয়ে টিকা নিয়েছেন। কিন্তু আজকে দ্বিতীয় ডোজ নিতে এসে তাকে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। লাইনে দাঁড়ানোর আধ ঘণ্টার মধ্যেই তিনি দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন।
গৃহপরিচারিকার কাজ করেন আকলিমা বেগম। তিনি বলেন, ‘প্রথম ডোজের জন্য কাজ থেকে একদিন ছুটি নিসিলাম, পরে দ্বিতীয় দিন পাইছি। তয়, আজকে আসার কিছুক্ষণ পরেই আমার টিকা পাইছি। আজকে লাইনে বেশিক্ষণ লাইনও ধরতে হয়নি।’
এদিকে, টিকা নিতে আসা লাইনে দাঁড়ানো অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকের ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার ম্যাসেজ আসেনি। কিন্তু তারা মাইকিং শুনে টিকা নিতে এসেছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য এখানে আগের রাত থেকে মাদুর পেতে ঘুমিয়ে ছিলেন অনেকে, আগে টিকা নেওয়ার জন্য এ রকম ঘটনাও ঘটেছে। তবে, যেহেতু এইবার দ্বিতীয় ডোজ বলে তেমন ঝামেলা হচ্ছে না। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবার ডেটা আছে, শুধু মিলিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এ ছাড়া, গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত আমরা মাইকিং করেছি যে, করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
টিকা কার্যক্রমে যুক্ত কেন্দ্রের সেচ্ছাসেবী আমিনুল ইসলাম বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানান, কমিউনিটি সেন্টারের এক তলায় পুরুষ এবং দ্বিতীয় তলায় মহিলাদের টিকা দেওয়া হচ্ছে। তারা পর্যায়ক্রমে ১০ জন করে ডেকে নিয়ে দিচ্ছেন। টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবীণদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান কর্মসূচি চলবে।
মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মধ্য বাসাবোর সূর্যের হাসি ক্লিনিক, মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ, পল্টন কমিউনিটি সেন্টারসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে প্রায় একই রকম অবস্থা বিরাজ করছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গত ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। গণটিকার দ্বিতীয় ডোজ সিটি করপোরেশন দুটির ওয়ার্ডগুলোর নির্ধারিত কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে, নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতি কেন্দ্রে ৭০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এরমধ্যে গত ৭ ও ৮ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা আজ টিকা নিচ্ছেন। গত ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকা নেওয়ার সুযোগ পাবেন। যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।