Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মুনিয়া মৃত্যু: আদালতে মামলা বিষযে বসুন্ধরা গ্রুপের বক্তব্য

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

মুনিয়া মৃত্যু: আদালতে মামলা বিষযে বসুন্ধরা গ্রুপের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২১  
মুনিয়া মৃত্যু: আদালতে মামলা বিষযে বসুন্ধরা গ্রুপের বক্তব্য

বসুন্ধরা গ্রুপের লোগো

ঢাকা (০৬ সেপ্টেম্বর): ঢাকার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ তার পরিবারের মোট আট জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। সোমবার এই মামলা করা হয়। 

একইদিন সন্ধ্যায় এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রুপটির বক্তব্য গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বসুন্ধরা গ্রুপ দ্ব্যর্থহীনভাবে বলতে চায়, উক্ত মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে সাজানো  হয়েছে। বসুন্ধরা গ্রুপকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে বাদি অবাস্তব, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য দিয়ে মামলাটি সাজিয়েছেন। যথাযথ আইনগত প্রক্রিয়ায় বসুন্ধরা গ্রুপ এই ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা মোকাবেলা করবে।
 
একই বাদি ইতিপূর্বে তার বোন মোসারাত জাহান মুনিয়ার অপমৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশের তদন্তে তার সে অভিযোগ যে অসত্য তা বেরিয়ে এসেছে, যা তদন্তকারীগণ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দিয়ে জানিয়েছেন এবং মাননীয় আদালত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে উক্ত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই তানিয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তাঁর পরিবারের সদস্যদের নাম জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন। 

এতে আরও উল্লেখ করা হয়, মামলার অভিযোগ থেকে দেখা গেছে, কথিত ধর্ষন ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহানকে আসামি করা হয়েছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে দেশের স্বনামধন্য বৃহৎ শিল্পপরিবারের সদস্যদের নাম জড়িয়ে তাদের হেয় প্রতিপন্ন এবং মূলত ব্যাকমেইল করাই এই মামলার প্রধান উদ্দেশ্য। এমন অভিযোগে পিতা, মাতা, সন্তান ও পুত্রবধুকে আসামি করার ঘটনায় স্পষ্টত বোঝা যায়, আনিত অভিযোগ কতোটা বানোয়াট ও ভিত্তিহীন। এসব ঘটনার সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁদের পরিবারের কারোরই কোনো প্রকার সম্পৃক্ততা নেই। বসুন্ধরা গ্রুপকে ষড়যন্ত্রমূলকভাবে  হেয় প্রতিপন্ন করে  অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দায়েরকৃত মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । 

বিজ্ঞিিপ্ততে বলা হয়েছে, দেশের গণমাধ্যমের বিজ্ঞ সাংবাদিক বন্ধুদের কাছে বসুন্ধরা গ্রুপ বিনীত অনুরোধ, আপনারা এসব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য দেশের জনগণের সামনে উপস্থাপনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

বসুন্ধরা গ্রুপ বরাবরই দেশের প্রচলিত আইন ও মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। অতীতে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, তখনই আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছে বসুন্ধরা। জনৈকা তানিয়ার মামলাও আইনগতভাবে মোকাবেলা করবে বসুন্ধরা কর্তৃপক্ষ। আমরা আশা করছি, ন্যায় বিচারের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাত হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়