তিন বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রতীকী ছবি, সংগৃহিত
ঢাকা (০৬ সেপ্টেম্বর): দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের সুবিধার্থে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিসভার ওই বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হবে। তারপর চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু হলে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।