তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত
ঢাকা (০৪ সেপ্টেম্বর): বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ভারতের রাজধানী দিল্লির হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালটিতে নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের তত্ত্বাবধানে আছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
গতকাল শুক্রবার অরুণ গার্গ গণমাধ্যমকে বলেন, তাঁর অবস্থা স্থিতিশীল। আমরা তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি। দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের (শনিবার) মধ্যে তাঁকে কেবিনে পাঠাতে পারব।
তিনি তোফায়েল আহমেদের কিছু মেডিকেল চেকআপের পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে, নয়াদিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তাঁর চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন।
অপরদিকে, তাঁর পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। আগে থেকেই বাম হাতে অনুভূতি পাচ্ছিলেন না তিনি। সেই সমস্যাটাই আছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট হালকা ‘স্ট্রোক’ করেন তোফায়েল আহমেদ। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।