মেডিক্যাল কলেজ ১৩ সেপ্টেম্বর থেকে খোলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ফটো
ঢাকা (০২ সেপ্টেম্বর): আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিক্যাল কলেজ খুলে দেওয়া হচ্ছে। এদিন থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।
তিনি বলেন, মোটামুটি এ মাসের ১৩ তারিখ (১৩ সেপ্টেম্বর) থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।
তিনি আরও জানান, এসময় সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।