শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৮, ২৯ নভেম্বর ২০২০  
বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী 

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৯ নভেম্বর):যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতু নিমার্ণ কাজ উদ্বোধন করেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় জেলার মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজ বিশিষ্ট এই সেতু নিমার্ণ করা হচ্ছে। যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে ডাবল লেনের এই রেললাইন সেতু। নির্মিত হলে এটি হবে দেশের বৃহত্তম একক রেল সেতু। 

এই সেতুটি নির্মাণ হলে দুটি ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১০০ কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করতে পারবে। এ সেতুর মাধ্যমে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনগুলো চলাচল করবে। এতে রেলযাত্রীদের ভোগান্তি  কমার পাশাপাশি উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করছে স্থানীয়রা।

জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত  প্রক্রিয়া  সম্পন্ন হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।  ২০২৪ সালের আগস্ট মাসে প্রকল্পের কাজ শেষ হবে।   
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়