শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত হবে

স্পোর্টস ডেস্ক  || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০১, ২৬ নভেম্বর ২০২০  
ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত হবে

ছবি: দি সান,ইউকে (সংগৃহীত)

ঢাকা(২৬ নভেম্বর): ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে ডেইলী মিররের এক প্রতিবেদনের জানানো হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মিরর অনলাইনে এক প্রতিবেদনের উল্লেখ করা হয়, আর্জেন্টিনার শহর স্যান ইসদ্রোর প্রসিকিউটর  জন ব্রোয়েট জানান, ম্যারাডোনার শরীরে ‘কোনো আঘাতের চিহ্ন নেই’ এবং সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তার মৃত্যু ‘স্বাভাবিক’। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে সান ফার্নেন্দো হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত  করা হবে।

আর্জেন্টিনার কিংবদন্তি  ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বুধবার তিগ্রের নিজ বাড়িতে মারা যান। ফুটবলের এই মহাতারকার বয়স হয়েছিল ৬০ বছর। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়