শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

গোল্ডেন মনির,তুহিন মালিকসহ ১৬ জনের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ নভেম্বর ২০২০  
গোল্ডেন মনির,তুহিন মালিকসহ ১৬ জনের ব্যাংক হিসাব তলব

সম্প্রতি মেরুল বাড্ডা থেকে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে আইন শৃংখলা বাহিনী। ছবি: বিজনেস ইনসাইডার ( ফাইল ফটো)

ঢাকা(২৫ নভেম্বর): আলোচিত স্বর্ণ চোরাচালানকারী গোল্ডেন মনির, তুহিন মালিকসহ ১৬ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ থেকে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নিয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। 

চিঠি গুলোতে  এসব ব্যক্তির নামে সব ধরনের হিসাব তলব করা হয়েছে। হিসাব খোলা থেকে শুরু করে সব ধরনের লেনদেন ও  গ্রাহক-সম্পর্কিত ফরমও (কেওয়াইসি) চাওয়া হয়েছে।

বিএফআইইউর শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সরকারি একটি সংস্থার চাহিদার প্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নামে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই।
তালিকায় রয়েছেন প্রবাসে থাকা সাংবাদিক  কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, পিনাকী ভট্টাচার্য, ব্লগার এ কে এম ওয়াহিদুজ্জামান, আসাদুজ্জামান নুর (ব্লগার আসাদ নুর) ও আসিফ মহিউদ্দিন। একইসঙ্গে মাহমুদুর রহমান, দেলোয়ার হোসেন, শিপন কুমার বসু, তুহিন মালিক, মির জাহান, সানিউর রহমান, রবীন্দ্র ঘোষ, গোবিন্দ চন্দ্র প্রামাণিকের হিসাবও তলব করা হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়