মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতিসংঘকে সবার জন্য টিকা নিশ্চিতের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৩, ১৮ জুন ২০২১  
জাতিসংঘকে সবার জন্য টিকা নিশ্চিতের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ড. এ কে আব্দুল মোমেন ও আন্তোনিও গুতেরেস। ছবি: বাংলাদেশ স্থায়ী মিশন

ঢাকা (১৮ জুন): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সবার জন্য করোনার টিকা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অনুরোধ জানান। শুক্রবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘে দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগ পাওয়ার জন্য মহাসচিবকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সেই সঙ্গে তার প্রথম মেয়াদে জাতিসংঘের নেতৃত্বেরও প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত মনোযোগের জন্য ড. মোমেন তাকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের চেয়ে বেশি প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের পরেও অনেক প্রভাবশালী দেশ মিয়ানমারের সঙ্গে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়িয়েছে, যা হতাশাজনক।’

কোভিড ১৯ ভ্যাকসিনকে জনসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে ধন্যবাদ জানান।

তিনি জাতিসংঘের কার্যক্রমে বিশেষত শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়