বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেশে করোনাভাইরাসে আরও ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৭, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৫০, ২১ অক্টোবর ২০২০
দেশে করোনাভাইরাসে  আরও ২৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা ২১ অক্টোবর: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৪ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৪৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৫৪৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জনে। আর একদিনে মৃত্যুবরণকারী ২৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৪ জন রোগী সুস্থ হয়েছেন। এর ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।

করেনাভাইরাসে প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৮ লাখ ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ১১ লাখ ২৫ হাজারের ঘরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ বিশ্বে শনাক্তের দিক থেকে সপ্তদশ স্থানে, আর মৃতের সংখ্যায় ৩১তম অবস্থানে রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়