শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫


১২ পৌষ ১৪৩২,

০৫ রজব ১৪৪৭

হৃদরোগের চিকিৎসায় ফের হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৭, ১৭ নভেম্বর ২০২০  
হৃদরোগের চিকিৎসায় ফের হাসপাতালে রিজভী

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ নভেম্বর): বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হৃদরোগের চিকিৎসা নিতে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ল্যাব তিনি এইড হাসপাতালে ভর্তি হন বলে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার নিশ্চিত করেছেন।

হাসপাতালে তিনি অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভী হৃদরোগের পরবর্তী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন মেডিকেল বোর্ড বসে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেবে।

১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে উঠার পর রিজভী হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাব এইডে ভর্তি করা হয়। ১৫ অক্টোবর রিজভীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। তখন ব্লকের ৪০ শতাংশ অপসারণ করা হয়েছিল।

১৩ দিন হাসপাতালে থাকার পর ২৮ অক্টোবর রিজভী ছাড়া পান। এরপর বাসায় ফিরে তিনি ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়