বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

মীর নাসিরকে জামিন দেননি আদালত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৬, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ২০:১৯, ১৬ নভেম্বর ২০২০
মীর নাসিরকে জামিন দেননি আদালত

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৬ নভেম্বর): দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন দেয়নি আদালত। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তাকে জামিন না দিয়ে বিষয়টি ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি রেখেছেন।

আদালতে মীর নাসিরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ৮ নভেম্বর দুর্নীতির মামলায় নাসির উদ্দিনকে কারাগারে পাঠান আদালত। তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এস এম রুহুল ইমরান এ আদেশ দেন।

দুর্নীতির মামলায় মীর নাসিরকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড এবং তার ছেলে মীর হেলালকে দেওয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে গত বছরের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায় বিচারিক আদালতে পৌঁছার তিন মাসের মধ্যে তাদের আত্মসমর্পণ (বিচারিক আদালত) করতে বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

মীর নাসির ও মীর হেলাল আপিল বিভাগে আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেছিলেন। একইসঙ্গে জামিন চেয়েছিলেন।  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়