আজ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া
ঢাকা (০৯ সে): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৯ মে তিনি ইন্তেকাল করেন। তাঁকে তাঁর ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও ভূমিকা ছিল তাঁর। তিনি ষাটের দশকে সম্পৃক্ত হন ছাত্রলীগের সঙ্গে। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলও খাটেন।
রংপুরের পীরগঞ্জে ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্ম নেন ওয়াজেদ মিয়া। ‘সুধা মিয়া’ হিসেবে পরিচিতি লাভকারী ডক্টর ওয়াজেদ অসাধারণ মেধার অধিকারী ছিলেন। এ বরেণ্য ব্যক্তি শৈশব থেকেই ছিলেন শিক্ষানুরাগী।
তাঁর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাণী দিয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের চলমান পরিস্থিতির কারণে এ বছর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে তার জন্মস্থান রংপুরে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। রংপুর ও পীরগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকালে পৈতৃক নিবাস ফতেহপুর গ্রামে ডক্টর ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করাসহ সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত করা হবে। এ ছাড়া, বিকেলে ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন ও জেলা ছাত্রলীগ অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবে।