বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী  করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৭, ১৪ নভেম্বর ২০২০  
পররাষ্ট্র প্রতিমন্ত্রী  করোনায় আক্রান্ত 

ছবি: সংগৃহীত

ঢাকা(১৪ নভেম্বর): পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে করোনা সন্দেহে নমূনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এখন তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি নিশ্চিত করেন। স্ট্র্যাটাসে তিনি লিখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাই। 

এদিকে, আজ শনিবার রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ফেসবুকে দেওয়া এক সট্যাটাসে লিখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করছি এবং পবা-মোহনপুরবাসীকে রোগমুক্তির জন্য দোয়ার অনুরোধ করছি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়