মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:১৩, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:১৭, ২৬ এপ্রিল ২০২১
ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

ঢাকা (২৫ এপ্রিল): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হেফাজতে ইসলামের কাউকে হয়রানির জন্য নয়, ভিডিও ফুটেজ দেখে তাণ্ডবে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। 

আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার দুপুরে ‘রাজধানী স্কুল’ প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে  এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি, ভিডিও ফুটেজে যাদের আমরা দেখেছি, তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। কোনো গণগ্রেপ্তার করছি না বা কাউকে হয়রানি করার জন্যও গ্রেপ্তার করছি না।

এ সময় তিনি আরও বলেন, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলো প্রাণ চলে গেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হেফাজত ইসলাম একটি অরাজৈনতিক গ্রুপ। হঠাৎ করে তাদের রাজনৈতিক কর্মসূচি সন্দেহের কারণ হয়ে উঠেছে। তারা যে সহিংসতা করেছে সেজন্য তাদের শাস্তি ভোগ করতেই হবে। 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ আসার প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলাম সারাদেশে অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা চালায়। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় মামলার পর হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়