মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আরমানীটোলায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৮, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:২০, ২৫ এপ্রিল ২০২১
আরমানীটোলায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

আরমানীটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখা বেড়ে হয়েছে পাঁচ

ঢাকা (২৫ এপ্রিল): রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান শাফায়াত (৩৫) নামের অগ্নিদগ্ধ এক ব্যক্তি। 

শাফায়াত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন। 

ডাক্তার সামন্ত লাল সেন জানান, সাফায়েতের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।  এবং তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছিল।

তিনি আরও জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন। যার মধ্যে তিনজন আইসিইউতে আছেন।

শুক্রবার ওই দুর্ঘটনায়  চারজনের মৃত্যু হয়। তারা হলেন— ওই ভবনের নিরাপত্তাকর্মী ওয়ালীউল্ল্যাহ,  রাসেল,  কবির হোসেন ও কলেজ-ছাত্রী সুমাইয়া আক্তার ।

 ২৩ এপ্রিল ভোরে রাজধানীর পুরান ঢাকার  আরমানীটোলা হাজী মুসা ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়