মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশ করলে হবে ভয়াবহ: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০২, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:০৮, ২৫ এপ্রিল ২০২১
ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশ করলে হবে ভয়াবহ: বিএসএমএমইউ উপাচার্য

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

ঢাকা (২৪ এপ্রিল): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, দেশে ভারতীয় ডাবল মিউটেড ভ্যারিয়েন্ট প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 

তিনি আরও বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনাভাইরাসে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে।  এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বুধবার হাসপাতালের ‘সি’ ব্লকের ১০ম তলায় ১০ বেডের নতুন আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে ডাবল মিউটেড ভ্যারিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে। ভারতের এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ হুশিয়ার করে দিয়ে বলেন, যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে সে জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে— ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

উদ্বোধন করা এ আইসিইউতে নন-কোভিড রোগীরাও ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে কেবিন ব্লকের ৮ম তলায় অবস্থিত নন-কোভিড রোগীদের জন্য নির্ধারিত ১০ বেডের আইসিইউ ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা ভর্তি হবেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়