মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪২, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৪৫, ২৪ এপ্রিল ২০২১
সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ঢাকা (২৪ এপ্রিল):  সিলেট বিভাগের কিছু জায়গায় আজ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বাকি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায়  বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

অধিদপ্তর  আরও জানিয়েছে, ‘মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশেঅর, চুয়াডাঙ্গা এবং খেপুপাড়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, `সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা  সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়