রানা প্লাজা ট্র্যাজেডি ৮ বছর পুর্তি আজ
|| বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৪ এপ্রিল): আজ ২৪ এপ্রিল, সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি। ২০১৩ সালের এই দিনে ঘটে যাওয়া চরম বেদনার্ত ঘটনাটি বিশ্বের অন্যতম বড় শ্রমিক দুর্ঘটনা। যে দুর্ঘটনায় আমরা হারিয়েছিলাম ১ হাজার ১৩৬টি প্রাণ।
ওই শোকাবহ দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও প্রায় দেড় হাজার মানুষ। দুর্ঘটনায় আহত হয়ে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জীবনে নেমে আসে অসহায়ত্বের তীব্র হতাশা।
দীর্ঘ আট বছরে রানা প্লাজা ট্রাজেডি নিয়ে করা চারটি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে একটি মামলা। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রানা ও তার মায়ের বিরুদ্ধে দুদকের করা ওই মামলাটি ছাড়া বাকি তিনটি মামলা নিষ্পত্তির মুখ এখনো দেখেনি। মামলাগুলোর মধ্যে হত্যা ও ইমারত আইনের রাজউকের মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণই হয়নি।
সোহেল রানার কারাগারে আছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ২৯ এপ্রিল বেনাপোলে র্যাবের হাতে সোহেল গ্রেফতার হন।
এদিকে, সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার ‘সীমিত পরিসরে’ কর্মসূচির আয়োজন করেছে নিহত শ্রমিকের পরিবার, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো। যা শুক্রবার নিহতদের স্মরণে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ ২৪ এপ্রিল সকালে রানা প্লাজার বেদিতে ফুল দেওয়ার সমাপ্তি টানার কথা রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল সুজন সোহেল রানার সর্বোচ্চ শাস্তিসহ সব মামলা দ্রুত নিষ্পত্তি দাবি জানিয়েছেন। ওইসব বাজেয়াপ্ত করা সম্পত্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পুনর্বাসন করারও দাবি জানান তিনি।






















