মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আরমানীটোলায় আগুনে নিহত ৪, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৭, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০৮, ২৩ এপ্রিল ২০২১
আরমানীটোলায় আগুনে নিহত ৪, আহত ১৮

আরমানীটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন

ঢাকা (২৩ এপ্রিল): রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের ৩ কর্মী। 

ভোররাত তিনটার পর লাগা এই আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এদিকে, ওই ঘটনায় গুরুতর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। 

‘হাজী মুসা ম্যানশন’ নামের ভবনটির নিচতলায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটিম্যান মো. কাইয়ুম।

তিনি গণমাধ্যমকে জানান, ৩টা ১৮ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে।আহত মানুষ উদ্ধার করা হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানীটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এরপরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়েছে। এভাবে ক্রমে ক্রমে মোট মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, র‌্যাব ও স্বেচ্ছাসেবীরা।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে। জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে থাকা বাসিন্দাদের বের করে আনা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়