মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেফাজতের ১৬ মামলার তদন্ত করবে পিবিআই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪১, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৪০, ২২ এপ্রিল ২০২১
হেফাজতের ১৬ মামলার তদন্ত করবে পিবিআই

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন

ঢাকা (২২ এপ্রিল): সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হরতাল ও হেফাজতের তাণ্ডব এবং মামুনুলের রিসোর্ট কাণ্ডে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, গত ২৬ মার্চের পর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। মামলাগুলোর মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।

তিনি আরও জানান, নাশকতা, হত্যার চেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ওই সব মামলার তদন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুতই দোষীদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়