ঝড়-বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হতে পারে
ঢাকা (২২ এপ্রিল): দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সারাদেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেয়।
পূর্বাভাসে বলা হয়েছে, “রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।”
আরও বলা হয়েছে, “সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।