হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

খালেদ সাইফুল্লাহ আইয়ূবী
ঢাকা (২২ এপ্রিল): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন জানান, খালেদ সাইফুল্লাহ আইয়ূবী নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার আসামি। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ নিয়ে সাম্প্রতিককালে নতুন ও পুরাতন মামলায় হেফাজতের ১৫ জন নেতাকে গ্রেপ্তার করা হল।
এ পরিস্থিতিতে সোমবার রাতে হেফাজত ইসলামের কয়েক শীর্ষনেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ধানমন্ডির বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার অনুরোধ জানায়।
এদিকে, গত বুধবার বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশীদ আলম কাসেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
হেফাজতে ইসলামের যে নেতারা সাম্প্রতিকালে গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে আছেন তাদের মধ্যে আছেন— মাওলানা জুনায়েদ আল হাবীব, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মামুনুল হক, যুবায়ের আহমেদ, আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস হামিদী, শরীফুল্লাহ, কোরবান আলী প্রমুখ।