একদিনে করোনায় ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২০ এপ্রিল): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৯১ জন মানুষ। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৫৫৯ জন।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। এবং সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।
এর পূর্বে, ১৯ এপ্রিল করোনায় মারা যান ১১২ জন। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এবং গত ১৭ ও ১৬ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান।
এদিকে, গত ৭ এপ্রিল দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয় ৭ হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন ৬ এপ্রিল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন।