বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সম্ভবত সময়ের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০০, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০৫, ২০ এপ্রিল ২০২১
সম্ভবত সময়ের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা (২০ এপ্রিল): মহামারি করোনার ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোভিড-১৯ মহামারি আমাদের ইতিহাসের এক চূড়ান্ত পথে নিয়ে এসেছে। সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা।’

তিনি আরও বলেন, ‘মহামারির আর্থ-সামাজিক প্রভাব ব্যাপক এবং এই প্রভাব এখনও বাড়ছে। সুতরাং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারত্ব খুবই গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার সকালে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-১৯ ভ্যাকসিন বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সর্বজনীন ভ্যাকসিন কাভারেজ অর্জনের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা।

শেখ হাসিনা বলেন, এই সংকটময় সময়ে উন্নয়শীল দেশগুলোর জন্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  

তিনি বলেন, সবার জন্য ভ্যাকসিন এবং অন্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার।  

প্রধানমন্ত্রী বলেন, একে অপরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত সম্ভাব্যতা বাড়ানো দরকার। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়