সিঙ্গাপুরের পথে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (২০ এপ্রিল): ১০৬ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তাহেরা খন্দকার বলেন, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সপ্তাহে এই তিন দিন সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। আটকে পড়া প্রবাসী শ্রমিকরা এসব ফ্লাইটে যাবেন।
উল্লেখ্য, প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট গত শনিবার থেকে শুরু হয়।