করোনায় ভারতে একদিনে ১৭৬১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (২০ এপ্রিল): ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এ সময়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার মানুষ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ।
করোনায় ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট। সর্বশেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৫১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯৮ হাজার। আর আক্রান্ত হয়ে মোট মৃত্যু গেছেন ৬০ হাজার ৮২৪ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।