বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৭, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:২৯, ২০ এপ্রিল ২০২১
রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের শীর্ষ নেতারা

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজতের শীর্ষ নেতারা

ঢাকা (২০ এপ্রিল): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠক করলেন। হেফাজতের ১২ শীর্ষ নেতা সোমবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ঢোকেন। রাত ১২টার দিকে হেফাজত নেতারা বেরিয়ে আসেন। অবশ্য বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি-না কিছু জানা যায়নি।

বৈঠকে স্বরাষ্টমন্ত্রীর যাঁরা যান তাঁদের মধ্যে রয়েছেন—  হেফাজতে ইসলামের নায়েবে আমির ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ। মাওলানা মাহফুজুল হক গত রোববার গ্রেপ্তার হওয়া হেজাফত নেতা মামুনুল হকের ভাই।

বৈঠকের একটি সূত্রে জানা গেছে, হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, তাঁরা সরকারের বিরুদ্ধে নন। সরকারের বিরুদ্ধে তাঁদের কোনো আন্দোলনের কর্মসূচিও ছিল না। তাঁরা আরও বলেছেন, হেফাজতের নেতা–কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়া মাদ্রাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন তাঁরা।

এ বিষয়ে রাত ১২টার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে জানান, তাঁর সঙ্গে হেফাজত নেতারা দেখা করতে এসেছিলেন। তিনি বলেছেন, নিরীহ কাউকে পুলিশ হয়রানি করছে না। যারা ভাঙচুর–সহিংসতায় জড়িত, শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আর মাদ্রাসা খুলে দেওয়া বা বন্ধের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একক বিষয় নয়।

উল্লেখ্য, ৪ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন। এ ঘটনায় তার সমর্থকেরা রিসোর্টে হামলা, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগসহ সহিংসতা চালায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে পাঁচটি মামলা করে। এ মামলাগুলোতে ৪৪৬ জনের নাম উল্লেখ করে মোট ১৮ শ’ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলাগুলোতে পুলিশ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া, ২০১৩ সালের ৫ মে  ঢাকার মতিঝিলে তাণ্ডবের ঘটনায়ও হেফাজতের বেশ কয়েক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়