নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
ঢাকা (১৯ এপ্রিল): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, লকডাউনকে ব্যবহার করে ক্র্যাকডাউনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ধর্মীয় নেতা, আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।
সোমবার বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
এ সময় তিনি সহিংসতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।
২৬ মার্চ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ প্রসঙ্গে বিএনপির মহাসচিব্ বলেন, আমরা দেখেছি বায়তুল মোকাররমে যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেটাকে অশান্ত করার জন্য পুলিশের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারপর আওয়ামী লীগের দলীয় লোকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছিল।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আমরা খুব স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই ধর্মীয় নেতাদের এভাবে গ্রেফতার-হয়রানি করা এ দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।