বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিঠি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৪, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:০৬, ১৯ এপ্রিল ২০২১
প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিঠি

প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা সংক্রান্ত পরামর্শ দিয়ে চিঠি দিলেন

ঢাকা (১৯ এপ্রিল): মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের করণীয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের চিঠি লিখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাফরুল্লাহ চৌধুরীর চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ওই চিঠিতে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ ও  করোনায় আক্রান্ত রোগীদের সাশ্রয়ী চিকিৎসার জন্য ১১টি পরামর্শ উপস্থাপন করেন।

পরামর্শগুলোর মধ্যে তিনি বলেন,  অক্সিজেন, ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী থেকে বিশেষ এসআরও-এর মাধ্যমে সব প্রকার শুল্ক, অগ্রিম আয়কর, মুসক প্রভৃতি প্রত্যাহার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আইনসিইউ পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসক ও নার্স প্যারামেডিকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা।  এ সময় তিনি দুই শ’ চিকিৎসক ও পাঁচ শ’  নার্স ও টেকনিশিয়ানকে এক মাসের প্রশিক্ষণ ব্যবস্থা করার আহ্বান করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রস্তাব রাখেন, সব ওষুধের মূল্য ও রোগ পরীক্ষার পদ্ধতিগুলোর চার্জ সরকার নির্ধারণ করে দেবে।

ওই চিঠিতে তিনি আহ্বান জানান, লকডাউন কার্যকর করার জন্য দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারদের সরাসরি আর্থিক প্রণোদনার পরিবর্তে বিনামূল্যে মাসিক রেশনে চাল, ডাল, আটা, আলু, তেল, চিনি, পেঁয়াজ, রসুন প্রভৃতি দিতে  

চিটিতে তিনি পরামর্শ দেন,  ভ্যাকসিন উৎপাদনের জন্য শূন্য দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করুন, সুফল পাবেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী চিঠির শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়