করোনায় দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৪,২৭১
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৯ এপ্রিল): সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও এ সংখ্যা ছিল ১০২ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন। এদিকে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ২৭১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। আগের দিন এ সংখ্যা ছিল তিন হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে।
এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ২১ হাজার ৩০০ জন হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১১২ জনের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৩৭ জন নারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৯৪০। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ২০৬টি।