বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক সব ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৯, ১৯ এপ্রিল ২০২১  
আন্তর্জাতিক সব ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

ছবি: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লোগো

ঢাকা (১৯ এপ্রিল): দেশে করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞাও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সারা দেশে চলমান লকডাউন ২১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সরকার সেটা এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞাও এক সপ্তাহ বাড়ানো হলো। তবে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট চলবে। দেশে আটকে থাকা কয়েক হাজার প্রবাসী শ্রমিকের কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতেই সরকার এ ব্যবস্থা নিয়েছে।

প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফিরে যেতে ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০ বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী বেবিচক ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়