বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকাসহ চার বিভাগে ঝড় ও বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৬, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৩৯, ১৯ এপ্রিল ২০২১
ঢাকাসহ চার বিভাগে ঝড় ও বৃষ্টির আশঙ্কা

ছবি: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা (১৯ এপ্রিল): ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও  চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর আরো জানিয়েছে, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে ৯ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার আর পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়