বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

হেফাজত নেতা মামুনুল ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৩, ১৯ এপ্রিল ২০২১  
হেফাজত নেতা মামুনুল ৭ দিনের রিমান্ডে

ফাইল ছবি

 ঢাকা (১৯ এপ্রিল): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়। 

তাকে সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময়  মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মামুনুল হককে রবিবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়