বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩১, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩২, ১৯ এপ্রিল ২০২১
আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের সুপারিশ

ফাইল ছবি

ঢাকা (১৯ এপ্রিল): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত্র ও মৃত্যুর সংখ্যা শঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়াতে তা ঠেকাতে চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় এ সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

ওই কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলমান এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখারও পরামর্শ দিয়েছে কমিটি।

উল্লেথ্য চলামান করোনা পরিস্তিতির কারণে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সার্বাত্মক লকডাউন’ শুরু হয়। যা শেষ হচ্ছে ২১ এপ্রিল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়