৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি
ঢাকা (১৮ এপ্রিল): মহামারি করোনার কারণে চলমান পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্নআয়ের পরিবারসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিছু ২৫০০ এবং ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবেন।
এর আগে রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ঈদে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবেন।