চালু হল দেশের বৃহৎ করোনা হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

দেশের বৃহৎ করোনা হাসপাতাল চালু হল আজ। ছবি: সংগৃহিত
ঢাকা (১৮ এপ্রিল): রাজধানীর মহাখালীতে চালু হল দেশের বৃহৎ করোনা হাসপাতাল। রবিবার দুপুর ১২টায় ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’ নামের এ হাসপাতালটি উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আর্ম ফোর্সেস ডিভিশনের নিয়ন্ত্রণে এই হাসপাতালটি পরিচালিত হবে। সার্বিক সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মহাখালী কাঁচাবাজারের ছয়তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে এই হাসপাতাল চালু হল। ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) এলাকায় অবস্থিত মার্কেটটি এতদিন করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে ব্যবহৃত হয়েছে।
এর আগে, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, এই হাসপাতালে ১২ শ’র বেশি শয্যা স্থাপনের সক্ষমতা আছে। তবে আজ থেকে ২৫০ শয্যা চালু হচ্ছে। এর মধ্যে ৫০টি আইসিইউ, ৫০টি শয্যা জরুরি রোগীদের জন্য এবং ১৫০টি সাধারণ শয্যা। সাধারণ শয্যা হল কোভিড আইসোলেশন রুম।
এ কে এম নাসির উদ্দিন আরও জানান, আগামী সাত দিনের মধ্যে ৫ শ’ শয্যা চালু করা সম্ভব হবে। বাকি শয্যাগুলো আশা আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই চালু করা যাবে।
ইতোমধ্যেই ১৫০ জন চিকিৎসক, ২০০ জন নার্স ও প্রায় ৩০০ অন্যান্য স্বাস্থ্যকর্মী হাসপাতালটিতে যোগদান করেছেন। এ ছাড়া হাসপাতালে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রায় ১৫০ জন চিকিৎসক ও বিভিন্ন বিষয়ে দক্ষ কর্মীরা সহযোগিতায় রয়েছেন।