বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৩৭, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৪০, ১৮ এপ্রিল ২০২১
হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেফতার

মাওলানা জুনায়েদ আল হাবিব

ঢাকা (১৭ এপ্রিল): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাহবুব আলম গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে সহিংসতা ছাড়াও সাম্প্রতিক সহিংসতাতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৩ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এর আগে, শনিবার হেফাজতে ইসলামের অন্যতম সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের  নেতা মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়