বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় আসকের নিন্দা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১০, ১৮ এপ্রিল ২০২১  
বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় আসকের নিন্দা

আইন ও সালিশ কেন্দ্র (আসক)

ঢাকা (১৭ এপ্রিল): বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত এবং ২৩জন আহত আহত হওয়ায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনার  নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে আসক।

শনিবার আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত এক বিবৃতি এ দাবি করা হয়। 

গণমাধ্যমকে পাঠানো ওই বিবৃতিতে  বলা হয়েছে, ‘অতিমারী করোনার সময় যেখানে দেশের নানা প্রান্তে শ্রমিকরা কাজ করতে না পেরে অর্থনৈতিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেখানে বাঁশখালীতে কাজ করেও বেতন না পেয়ে নিজের ন্যায্য বেতন আদায়ের আন্দোলনে পুলিশের এমন গুলি ছোঁড়া অত্যন্ত নিন্দনীয়।’

বিবৃতি আরও বলেছে, ‘বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি ছোঁড়া এবং এর ফলে প্রাণহানির ঘটনা অনভিপ্রেত ও সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আসক কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানাচ্ছে।’ 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়