বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ছাড় পাবে না হেফাজত: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৬, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৯, ১৭ এপ্রিল ২০২১
ছাড় পাবে না হেফাজত: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি

ঢাকা (১৭ এপ্রিল): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইনানুগভাবেই হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না। তিনি আরও বলেন, ধর্মের নামে নাশকতাকারীদের বিচারের সম্মুখীন হতে হবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানে সরকারের দায় আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, নিঃসন্দেহে সরকারের দায় আছে। দায় আছে বলেই, সরকার নমনীয় হয়েছে, অনেকেই হয়তো সরকারের এই নমনীয়তা ভালো চোখে দেখছেন না। 

মন্ত্রী বলেন, তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করে  দিয়েছে। এসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে।  

তিনি আরও বলেন, আপনারা দেখছেন সেই সব সন্ত্রাসীদের কীভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা কোনোভাবেই তারা ছাড় পাবে না, ইনশাআল্লাহ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়