বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের আগে নেওয়া হবে: সৌদি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৬, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৬, ১৭ এপ্রিল ২০২১
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের আগে নেওয়া হবে: সৌদি এয়ারলাইন্স

ছবি: রাজধাণীর কাওরান বাজারে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১৭ এপ্রিল): বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের যাত্রীদের আগে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইট চালু পর ১৫, ১৬, ১৭ এপ্রিল যাদের টিকেট ছিলো তাদের পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগামীকাল রবিবার থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হচ্ছে। 

শনিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ম্যানেজার (বুকিং এবং সেলস) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

মহামারী করোনাভাইরাসের কারণে দেওয়া লকডাউনে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও রিয়াদে অবতরণের অনুমতি না পাওয়ায় ও যাত্রী কম থাকায় তা বাতিল করে কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়ে সৌদিগামী যাত্রীরা। 

এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে প্রবাসগামী শত শত যাত্রীরা রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইনসের কাউন্টারের সামনে বিক্ষোভ করেন। এসব প্রবাসীদেও বেশির ভাগই সৌদি আরবে অভিবাসী শ্রমিক হিসেবে কর্মরত। সৌদিতে ফেরার জন্য তারা বিভিন্ন তারিখে টিকিট কেটে রেখেছিলেন। ফ্লাইটের দিন পার হয়ে যাওয়ায় ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসার কারণে তারা বিক্ষোভ করছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়